Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

= বিশ্ব জনসংখ্যা দিবস/২০২১ এ কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ সদর উপজেলা ০৮ ক্যাটাগরির মধ্যে ০৫ ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন⇛  বিশ্ব জনসংখ্যা দিবস/২০ এ কিশোরগঞ্জ জেলায় ০৯ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন |

⇛ ৭ ডিসেম্বর ২০১৯-১২ ডিসেম্বর ২০১৯  খ্রিঃ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন। 

⇛ ২৪ নভেম্বর ২০১৮-২৯ নভেম্বর ২০১৮ খ্রিঃ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন। 

⇛ বিশেষ সেবা সপ্তাহে কিশোরগঞ্জ জেলায় ১ম স্থান অর্জন। উঠান বৈঠক, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটি, ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, স্যাটেলাইট ক্লিনিক কমিটির কার্যক্রম শতভাগ বাস্তবায়ন।

⇛ উন্নয়ন মেলায় কিশোরগঞ্জ জেলায় ২য় স্থান অর্জন। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মিটিং অনুষ্ঠিত হচ্ছে। ৫ টি  কেন্দ্রে ২৪ ঘন্টা ডেলিভারী  সেবা প্রদান করা হচ্ছে। বাকী ৫টি কেন্দ্রে অফিস চলাকালিন সময়ে ডেলিভারী সেবা প্রদান করা হচ্ছে।


⇛ উন্নয়ন মেলা/২০১৮ তে পরিবার পরিকল্পনা বিভাগ ১৩৭ টি স্টলের মধ্যে বিশেষ কার্যক্রমের জন্য সেরা স্টল ২য় পুরস্কার অর্জন করে।  


⇛ ১১ জুলাই/২০১৭ বিশ্ব জনসংখ্যা দিবসে জেলায় বিগত ১ বৎসরে সার্বিক কার্যক্রমে প্রথম স্থান অর্জন। উক্ত মডেল ক্যাম্প সমূহে মাননীয় সংসদ সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক ,পরিবার পরিকল্পনা, কিশোরগঞ্জ মহোদয়  ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পগুলির খবর বিভিন্ন  ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলে ব্যাপকভাবে প্রচার করা হয়।


⇛ ফেসবুকের মাধ্যমে উপজেলা অফিস থেকে ইউনিয়ন ও ওয়ার্ড লেভেল পর্যন্ত মাঠ কর্মীদের সার্বিক কার্যক্রমের প্রাত্যহিক আপলোড মনিটরিং করা হচ্ছে। ১০ টি ইউনিয়নের মধ্যে ০৫ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইতিমধ্যেই মডেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্প সমূহে দীর্ঘমেয়াদী পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।


⇛ বাল্য বিবাহ প্রতিরোধ  ও যৌতুক বিরোধী  ও কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কিত প্রোগ্রাম এভি (অডিও ভিজুয়্যাল ) ভ্যানের মাধ্যমে গ্রাম পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও হাট বাজারের বিভিন্ন জনাকীর্ণ স্থানে আয়োজন করা হচ্ছে।


⇛ জেলায় সব্বোর্চ  সিএ আর  (৮২.৩৭%) অর্জন ও তা অব্যাহত  রাখা।