Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ,সদর, কিশোরগঞ্জ এর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী মে/২০২৫ খ্রি. মাসের অর্জনঃ স্থায়ী পদ্ধতি(মহিলা)=১১০%,স্থায়ী পদ্ধতি(পুরুষ)=০৯% আইইউডি=১৬৯%, ইমপ্লান্ট=৩৪%, খাবার বড়ি(গ্রহণকারী)=১০৬%, কনডম= ৮৯%, ইনজেকটেবল(গ্রহণকারী)=৫৭%


সাম্প্রতিক কর্মকান্ড
  1. গত ৭ ই ডিসেম্বর/২০১৯ খ্রিঃ তারিখ রশিদাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ ক্যাম্প ।
  2. গত  ১২ ডিসেম্বর/২০১৯ খ্রিঃ তারিখ মাইজখাপন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা পদ্ধতির মডেল ক্যাম্প ।
  3. ১ম বারের মত দেশের ইতিহাসে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ হইতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। যেখানে সিভিল সার্জন,উপ-পরিচালক,উপজেলা নির্বাহী অফিসার এবং মাঠ পযায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।