Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনএসভি

পুরুষদের স্থায়ী পদ্ধতি/ভ্যাসেকটমি/এনএসভি (NSV)

যেসব পুরুষের কমপক্ষে দুটি জীবিত সন্তান রয়েছে ও ছোট সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হয়েছে এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আর কোন সন্তান নিতে চান না তাদের জন্য ভ্যাসেকটমি/এনএসভি একটি নিরাপদ ও কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

ভ্যাসেকটমি/এনএসভি অপারেশন কিভাবে করা হয়

এ পদ্ধতিতে ছুরি বা সার্জিকেল ব্লেডের প্রয়োজন হয় না। সার্জিকেল ব্লেডের পরিবর্তে বিশেষভাবে প্রস্তুতকৃত সরু  ও ধারালো ফরসেপের সাহায্যে অন্ডথলির মাঝ রেখা বরাবর মাত্র একটি ছিদ্রকরে উভয় পার্শ্বের শুক্রবাহী নালী বের করে এনে বেঁধে কেটে দেয়া হয়। ফলে কোন সেলাই লাগে না এবং রক্তপাতও হয় না। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে এনএসভি পদ্ধতিতে ভ্যাসেকটমি করা হয়।

 

ভ্যাসেকটমি/এনএসভি অপারেশনের সুবিধা

  • স্থায়ী পদ্ধতি অত্যন্ত নিরাপদ ও  কার্যকরী।
  • এই অপারেশনে কোন প্রকার কাটা-ছেড়ার প্রয়োজন হয় না
  • যৌন ক্ষমতা ও শারীরিক শক্তি কমে না এবং সহবাসে কোন সমস্যা হয় না।
  • স্ত্রী গর্ভসঞ্চার হওয়ার চিন্তা না থাকায় যৌন মিলনের ইচ্ছা, ক্ষমতা ও তৃপ্তি বেড়ে যেতে পারে।
  • দীর্ঘমেয়াদী কোন পার্শ্ব-প্রতিক্রিয়া বা স্বাস্থ্য হানির ঝুঁকি নেই।
  • অত্যন্ত সহজ ও নিরাপদ অপারেশন। অজ্ঞান করার প্রয়োজন হয় না। অপারেশনের স্থানটুকু অবশ করে নেওয়া হয়, ফলে ব্যথা পাওয়া যায় না;
  • অপারেশনের পরে ২০-৩০ মিনিটের মধ্যে বাড়ী ফিরে যাওয়া যায়।

 

ভ্যাসেকটমি/এনএসভি অপারেশনের অসুবিধা

  • স্থায়ী পদ্ধতি বলে সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা ভাবনার প্রয়োজন আছে;
  • এটি একটি ছোট অপারেশন হলেও কিছুটা ঝুঁকির সম্ভবনা আছে;
  • সঙ্গে সঙ্গে কার্যকরী হয় না। কার্যকরী হতে কমপক্ষে তিন মাস সময় লাগে। অপারেশনের পর ঐ তিন মাস গ্রহীতাকে কনডম ব্যবহার করতে হয় বা স্ত্রীকে অন্য কোন কার্যকর পদ্ধতি ব্যবহার করতে হয়;
  • অপারেশন পরবর্তীকালে গ্রহীতা সন্তান চাইতে পারেন, এ ক্ষেত্রে পুনসংযোজন অপারেশনের প্রয়োজন হয়।

 

ভ্যাসেকটমি/এনএসভি অপারেশনে সরকার কর্তৃক গ্রহীতাকে ১টি লুঙ্গি ও প্রয়োজনীয় ঔষধপত্রসহ নিম্নলিখিত আর্থিক সুবিধা দেয়া হয়। এছাড়াও রেফারকারীকে গ্রহীতা প্রতি ৩৪৫.০০ টাকা প্রদান করা হয়।

মজুরী ক্ষতিপুরণ ভাতা

-

১৬১০.০০ টাকা

খাদ্য ভাতা

-

৩৪৫.০০ টাকা

যাতায়াত ভাতা

-

৩৪৫.০০ টাকা

মোট

-

২৩০০.০০ টাকা