Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

টিউবেকটমি

মহিলাদের স্থায়ী পদ্ধতি টিউবেকটমি (Tubectomy)/লাইগেশন

যেসব মহিলার কমপক্ষে দুটি জীবিত সন্তান রয়েছে ও ছোট সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হয়েছে এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আর কোন সন্তান নিতে চান না তাদের জন্য টিউবেকটমি একটি নিরাপদ ও কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

টিউবেকটমি অপারেশন দুই পদ্ধতিতে করা হয়

  1. মিনিল্যাপ টিউবেকটমি (Minilap Tubectomy): এ পদ্ধতিতে মহিলাদের তলপেটের নিম্নাংশে মিনিল্যাপারটমির (সামান্য কেটে) মাধ্যমে পেটের ভিতরে আংগুল ঢুকিয়ে ডিম্ববাহী নালী উপরে তুলে আনতে হয় এবং ডিম্ববাহী নালীর কিছু অংশ বেধে কেটে ফেলে দেওয়া হয়, ফলে নালীপথের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এই পদ্ধতিতে টিউবেকটমি করা হয় এবং ব্যর্থতার হার খুবই কম।
  2. ল্যাপারোস্কোপির মাধ্যমে টিউবেকটমি (Laparoscopic Tubectomy): ল্যাপারোস্কোপির মাধ্যমে ডিম্ববাহী নালীতে স্প্রিং-ক্লিপ বা ফেলপ-রিং আটকিয়ে দিয়ে ডিম্ববাহী নালী পথকে বন্ধ করে দেয়া হয়, ফলে নালীপথের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এই পদ্ধতিতে কোথাও কোথাও টিউবেকটমি করা হয়।

টিউবেকটমি অপারেশনের সুবিধা

  • অপারেশনের সঙ্গে সঙ্গেই কার্যকরী হয় এবং খুবই নিরাপদ
  • যৌন ক্ষমতা ও শারীরিক শক্তি কমে না
  • গর্ভবতী হওয়ার চিন্তা না থাকায় যৌন মিলনের ইচ্ছা, ক্ষমতা ও তৃপ্তি বেড়ে যেতে পারে
  • দীর্ঘমেয়াদী কোন পার্শ্ব-প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি নেই
  • অত্যন্ত সহজ ও নিরাপদ অপারেশন। পুরাপুরি অজ্ঞান করার প্রয়োজন হয় না। অপারেশনের স্থানটুকু অবশ করে নেওয়া হয় এবং ব্যথা নাশক ইনজেকশন দেওয়া হয়, ফলে ব্যথা পাওয়া যায় না।
  • অপারেশনের দিনই বাড়ী ফিরে যাওয়া যায়

টিউবেকটমি অপারেশনের অসুবিধা

  • স্থায়ী পদ্ধতি বলে সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা ভাবনার প্রয়োজন আছে;
  • এটি একটি ছোট অপারেশন হলেও ঝুঁকির সম্ভবনা আছে;
  • অপারেশনের পর কয়েক দিন ব্যথা থাকতে পারে;
  • অপারেশন পরবর্তীকালে গ্রহীতা সন্তান চাইতে পারেন, এ ক্ষেত্রে পুনসংযোজন অপারেশনের প্রয়োজন হয়।

টিউবেকটমি অপারেশনে সরকার কর্তৃক গ্রহীতাকে নিম্নলিখিত আর্থিক সুবিধাসহ ১টি শাড়ী ও প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়। এছাড়াও রেফারকারীকে গ্রহীতা প্রতি ৩৪৫.০০ টাকা প্রদান করা হয়।

মজুরী ক্ষতিপুরণ ভাতা

-

১৬১০.০০ টাকা

খাদ্য ভাতা

-

৩৪৫.০০ টাকা

যাতায়াত ভাতা

-

৩৪৫.০০ টাকা

মোট

-

২৩০০.০০ টাকা