ইমপ্ল্যান্ট একটি দীর্ঘ মেয়াদী, শুধুমাত্র প্রজেষ্টোজেন হরমোন সমৃদ্ধ কার্যকর গর্ভনিরোধক যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয়। বাংলাদেশে বর্তমানে ইমপ্ল্যানন (এক রড বিশিষ্ট) তিন বছর মেয়াদী ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয় এবং পাঁচ বছর মেয়াদী দুই রড বিশিষ্ট ইমপ্ল্যান্ট কর্মসূচীতে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইমপ্ল্যান্ট কী?
ইমপ্ল্যান্ট ১/২ রড বিশিষ্ট ছোট ছোট নরম চিকন ক্যাপসুল যা একজন মহিলার বাহুর ভিতরের দিকে ত্বকের নীচে স্থাপন করা হয়।
কার্যকারিতা
ইমপ্ল্যান্ট ব্যবহারকালীন প্রথম বছর প্রতি ১০০০ জনে ১ জন মহিলা গর্ভধারনের ইতিহাস পাওয়া যায়।
ইমপ্ল্যান্টের সুবিধা
- অত্যন্ত কার্যকরী, অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি যা একটানা ৩-৫ বছর পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করতে পারে
- স্থাপনের ২৪ ঘন্টা পরই গর্ভনিরোধ কার্যকারিতা শুরু হয়ে যায়
- খুলে ফেলার পর পরই পুণরায় গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে
- মায়ের বুকের দুধের গুনগত বা পরিমানগত কোন তারতম্যের সৃষ্টি করে না বিধায় শিশু জন্মের ৬ সপ্তাহের পর পরই ইমপ্ল্যান্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন
- প্রয়োজনে যে কোন সময়ে খোলার সুবিধাঃ যদি কোন কারণে গ্রহীতা ইমপ্ল্যান্ট আর ব্যবহার করতে না চান বা সন্তান নিতে চান তবে প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার দিয়ে এটা খুলে নিতে পারেন।
ইমপ্ল্যান্টের অসুবিধা
- দুই মাসিকের মধ্যবর্তী সময়ে ফোঁটা ফোঁটা রক্তস্রাব
- বেশিদিন ধরে অল্প অল্প রক্তক্ষরণ অথবা অতিরিক্ত রক্তস্রাব। এ সমস্যাটির হার খুবই কম এবং সাধারণত প্রথম কয়েক মাস পরে সমস্যা এমনিতেই ভাল হয়ে যায়
- মাসিক বন্ধ থাকা (কিছু কিছু মহিলা এটিকে সুবিধা হিসেবে গণ্য করে)
- মাথা ধরা, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি
ইমপ্ল্যান্টের জন্য উপযুক্ত গ্রহীতা
- বিবাহিত
- দীর্ঘদিনের জন্য জন্মবিরতি চান
- ইস্ট্রোজেন জাতীয় গর্ভনিরোধক ব্যবহার করতে পারেন না
- প্রসবোত্তর বুকের দুধ খাওয়ান যে সমস্ত মা
- গর্ভপাতের পর বা এমআর করার পর
ইমপ্ল্যান্ট স্থাপনের উপযুক্ত সময়
- মাসিক চলাকালীন প্রথম ৭ দিনের মধ্যে
- যদি নিশ্চিত হওয়া যায় যে গ্রহীতা গর্ভধারণ করেননি তবে মাসিক চক্রের যে কোন সময়ে
- যদি গ্রহীতা পূর্ব হতে কোন আধুনিক গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করে থাকেন
পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে
ইমপ্লান্ট-এর ক্ষেত্রে ৪১৬.০০ টাকা (প্রয়োগের সময় ১৭৩ +১ম ফলোআপ ৮১+২য় ফলোআপ ৮১+৩য় ফলোআপ৮১)