Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিশোরদের জন্য বার্তা সমূহ

স্বপ্নদোষঃ

  • ঘুমের মধ্যে বীর্যপাত একটি স্বাভাবিক প্রক্রিয়া। অজ্ঞতার অভাবে এ নিয়ে বয়:সন্ধিকালে কিশোররা দুঃশ্চিন্তায় ভুগে থাকে। এতে স্বাস্হ্য হানি হয়না বা ভবিষ্যতে যৌন শক্তি কমেনা। তাই স্বপ্নদোষ হলে কোন দুশ্চিন্তা করা বা মন খারাপ করা উচিত নয়। ঘুমের মধ্যে বীর্যপাত হবার পর পরিস্কার পরিচ্ছন্ন হয়ে পরিস্কার কাপড় পরা এবং স্বাভাবিক ভাবে চলাফেরা করা উচিত।

 

মাদকাশক্তিঃ

  • কৈশোরের সহজাত প্রবৃত্তি হচ্ছে ঐসুক্য। নূতন কিছু করার প্রবনতা। এ সময়ে কিশোর-কিশোরীদের কাছে পিতা মাতার চেয়ে প্রাধান্য পায় বন্ধু-বান্ধব। নূতন কিছুর স্বাদ নেবার জন্য নিছক ঐসূক্যই এ সময় তারা পা বাড়ায় মাদকের দিকে পরবর্তীতে যা নেশায় পরিণত হয়। শরীর ও মন দুটোই নির্ভর হয়ে পড়ে মাদকাশক্তিতে। ভালো বন্ধু-বান্ধব, স্নেহময় নিরাপদ পারিবারিক পরিবেশই কিশোর-কিশোরীদের মাদকদ্রব্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে।