Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আইইউডি

আইইউডি মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী একটি দীর্ঘ মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে সরকারী কার্যক্রমে ব্যবহৃত আইইউডি’র নাম কপার-টি ৩৮০-এ। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি অত্যন্ত কার্যকর (৯৯.৯৯%)।

 

আই ইউ ডি/কপার-টি কী?

ইংরেজি T অক্ষরের মত দেখতে এ পদ্ধতি পলিইথিলিন এর তৈরী, এর দন্ডে এবং দুই বাহুতে তামার সূক্ষ্ম তার জড়ানো থাকে। প্রতিটি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, প্রশিক্ষণ প্রাপ্ত প্যারামেডিক দ্বারা মেয়েদের জরায়ুতে ইহা পরানো হয়।

 

আইইউডি’র সুবিধা

  • খুবই কার্যকরী ( ৯৯.৯%)
  • দীর্ঘমেয়াদী (১০ বৎসর)
  • সহজে প্রয়োগ করা যায়
  • প্রয়োগ করার সাথে সাথেই কার্যকর হয়
  • ব্যবহারে বুকের দুধের কোন তারতম্য হয় না
  • পদ্ধতি ছেড়ে দেয়ার সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে
  • যৌন সঙ্গমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না

 

আইইউডি’র অসুবিধা

  • কোন কোন  গ্রহীতার   প্রথম কয়েক মাস তল পেটে ব্যথা হতে পারে
  • কোন কোন  গ্রহীতার   প্রথম কয়েক মাস মাসিকের সময় রক্তস্রাব বেশী হতে পারে

 

আইইউডি কার জন্য উপযোগী

  • যে সব মহিলার অন্তত একটি জীবিত সন্তান আছে এবং দীর্ঘ দিনের জন্য গর্ভরোধ করতে চান
  • যে সব মহিলা হরমোন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারে না

 

আইইউডি প্রয়োগের সময়

  • মাসিক চক্রের ১-৭ দিনের মধ্যে আইইউডি পরানো উত্তম।

 

আইইউডি প্রদানে স্বাস্থ্যগত ও সামাজিক উপযুক্ততা

নিম্নলিখিত কারণে আই ইউডি পরানো যাবে না

  • যদি কোন জীবিত সন্তান না থাকে
  • প্রসবের চার সপ্তাহের মধ্যে
  • প্রসবোত্তর সংক্রমন ও সংক্রমিত গর্ভপাতের পর
  • অতিরিক্ত রক্ত স্রাব যার কারণ জানা নাই

 

পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে

আইইউডি/কপারটি-র ক্ষেত্রে = ৪৪৯.০০ টাকা (প্রয়োগের সময় ১৭৩.০০+ ১ম ফলোআপ ৯২+২য় ফলোআপ ৯২+৩য় ফলোআপ ৯২)