গতকাল রোববার (৩১ ডিসেম্বর) দিনব্যাপি সদর উপজেলার মারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্প উদ্বোধন করেন কিশোরগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আছমা।কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস)-এর সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ মডেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত এই পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হচ্ছে।কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা. রওশন আখতার জাহান প্রমুখ। পরে অতিথিবৃন্দ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস