Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ,সদর, কিশোরগঞ্জ এর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী মে/২০২৫ খ্রি. মাসের অর্জনঃ স্থায়ী পদ্ধতি(মহিলা)=১১০%,স্থায়ী পদ্ধতি(পুরুষ)=০৯% আইইউডি=১৬৯%, ইমপ্লান্ট=৩৪%, খাবার বড়ি(গ্রহণকারী)=১০৬%, কনডম= ৮৯%, ইনজেকটেবল(গ্রহণকারী)=৫৭%


Title
বালিববাহ প্রতিরোধের শপথ
Details

৪ জানুয়ারি ২০১৮ঃ
"বাল্য বিবাহকে না বলি,
আমরা কেউ বাল্যবিবাহ করিবনা,
আমরা সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধ করি"-
এই শপথে সদর,কিশোরগঞ্জ এর মাইজখাপন ইউনিয়নে রেজিয়া ছামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে সেবা সপ্তাহের শেষ দিন ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট বাল্য বিবাহের কুফল, ইভটিজিং ও যৌতুকের বিরুদ্ধে, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসব সেবা, পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মাদ মিজানুর রহমান (বিসিএস-এফপি), অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন ভূঞা, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ ছফির উদ্দিন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শরীফুল ইসলাম, মাইজখাপন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের SACMO মোঃ তাহের উদ্দিন, কিশোরগঞ্জ জোনের প্রজেকশনিস্ট মোঃ কামরুজ্জামান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

বিশেষ ধন্যবাদ উপজেলা কর্মকর্তা মহোদয়কে আমার ইউনিয়নে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য।

Images
Attachments
Publish Date
04/01/2018
Archieve Date
05/08/2018